ফিরে দেখা মার্কস ডেজার্ট কুইন সিজন ১
সেরা ডেজার্ট আর্টিস্টের খোঁজে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের সবচাইতে বড় ডেজার্ট তৈরির প্রতিযোগিতা মার্কস ডেজার্ট কুইন । লক্ষাধিক প্রতিযোগী নিয়ে দেশজুড়ে অনুষ্ঠিত হয় ১০০ টি আঞ্চলিক রাউন্ড। নির্বাচিত হন ১০০ জন মার্কস ডেজার্ট কুইন।
আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে মার্কস ডেজার্ট কুইনরা প্রতিযোগিতা করেন বিশ্বের সবচাইতে বড় গ্র্যান্ড কিচেনে। তারপর চলে টপ টেনের তুমুল লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন হন জামিলুন নাহার তনয়া।
চূড়ান্ত বিজয়ীরা পান গাড়ি, স্বর্ণালংকার সহ অসংখ্য পুরস্কার। মার্কস ডেজার্ট কুইনদের অনেকেই হয়ে উঠেন নতুন উদ্যোক্তা।
