প্রতিযোগিতার নিয়মাবলী
-
প্রতিযোগিতাটি শুধুমাত্র নারীদের জন্য উন্মুক্ত। মার্কস ডেজার্ট কুইন সিজন -১ এর আঞ্চলিক পর্যায়ে ইতিমধ্যে বিজয়ী ১০০ জন কুইন সিজন -২ এর প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
-
ওয়েবসাইটের রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পাশাপাশি হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারেও রেজিস্ট্রেশন করা যাবে।
-
রেজিস্ট্রেশন করতে নিম্নোল্লিখিত তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে -
- নাম
- মোবাইল নাম্বার -
- ডেজার্টের নাম – (যে কোন একটি নির্বাচন করতে হবে)
- অংশগ্রহণের এলাকা
- সংযুক্তি – (ডেজার্টের ছবি – ১টি)
-
নিম্নোল্লিখিত যে কোন একটি নির্দিষ্ট আইটেম তৈরি করে ছবি তুলে রেজিস্ট্রেশনের সময় পাঠাতে হবে -
- পুডিং
- পায়েস
- গুলাব জামুন
-
যাচাইয়ের সুবিধার জন্য ডেজার্টের ছবির সাথে একই ফ্রেমে মার্কসের যে কোন প্যাকের ছবি থাকতে হবে।
-
একজন প্রতিযোগী শুধুমাত্র রেজিস্ট্রেশনে উল্লেখিত এলাকা থেকে একবারই অংশগ্রহণ করতে পারবেন।
-
এসএমএসের মাধ্যমে সফল রেজিস্ট্রেশন নিশ্চিত করা হবে ।
-
আপনার এলাকার রেজিস্ট্রেশনের শেষ সময় দেখতে এই লিংকে ক্লিক করুন।
-
ছবি যাচাই -বাছাই এর পরে প্রতি এলাকা থেকে প্রাথমিকভাবে নির্বাচিতদের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ভেন্যুতে আগেই তৈরিকৃত ডেজার্টসহ উপস্থিত থাকতে হবে। দুই ধাপে যাচাই-বাছাই এর পরে নির্বাচিত ১০ জনকে ভেন্যুতেই বিচারকদের উপস্থিতিতে আবার ডেজার্ট তৈরি করতে হবে। নির্বাচিত ১০ জনকে অবশ্যই মার্কস ডেজার্ট কুইন কর্তৃপক্ষের নিকট জাতীয় পরিচয় পত্র প্রদর্শন করতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদ প্রদর্শন করতে হবে। . বিচার প্রক্রিয়া শেষে একজনকে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত ঘোষণা করা হবে। ডেজার্ট তৈরির উপকরণ এবং প্রয়োজনীয় সবকিছু মার্কস কর্তৃপক্ষ সরবরাহ করবে।
-
এই প্রতিযোগিতা আয়োজনের সাথে সংশ্লিষ্ট কেউ অংশ নিতে পারবেন না।
-
বাংলাদেশের নাগরিক সকল নারীই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
-
প্রতিযোগিতা বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।